
বৃহস্পতিবার ২২ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: মোহনবাগানের নির্বাচনকে কেন্দ্র করে সরগরম ময়দান। টুটু বসুর পদত্যাগ পত্র নিয়ে এদিনও কোনও সিদ্ধান্ত হল না। ২৮ এপ্রিল ইস্তফা দেন মোহনবাগানের সভাপতি। যা নিয়ে কয়েকদিন আগে ইমার্জেন্সী মিটিংয়ে আলোচনা হয়। কিন্তু জানানো হয়েছিল, পরবর্তী কার্যকরী কমিটির বৈঠকে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। কিন্তু শুক্রবার শাসক গোষ্ঠীর ২০তম কার্যকরী কমিটির বৈঠকে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। সচিব দেবাশিস দত্ত বলেন, 'এরমধ্যে আমাদের দুটো ইমার্জেন্সী মিটিং, একটি সাধারণ বৈঠক হয়েছে। এদিন সভাপতির পদত্যাগ নিয়ে আলোচনা হয়। অনেকক্ষণ ধরে সেই আলোচনা চলে। কমিটির বেশিরভাগ লোক চায় পদত্যাগ পত্র না গ্রহণ করতে। অনেকে আবার গ্রহণ করার পক্ষপাতী। তাই আমরা কোনও সিদ্ধান্তে পৌঁছতে পারেনি।' এই প্রসঙ্গ ঠেলে দেওয়া হয় সভায় উপস্থিত মোহনবাগানের সহ সভাপতি কুণাল ঘোষের কোর্টে। তিনি বলেন, 'টুটু বসু ইস্তফা পত্র দিয়েছিলেন। কিন্তু সেটা প্রত্যাখ্যান বা গ্রহণ কোনও কিছুই করা হয়নি। এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়নি। মোহনবাগান ক্লাবে ওনার যা অবদান, তাতে এই বিষয়টা ভাবনাচিন্তা স্তরেই আছে।'
টুটু বসুর ইস্তফা পত্র নিয়ে সিদ্ধান্ত ঝুলে থাকলেও, তাঁর ছেলে সৃঞ্জয় বসুকে নিয়ে সরব মোহনবাগান সচিব। একটি বাংলা দৈনিকে প্রকাশিত খবর নিয়ে উত্তপ্ত পরিবেশ দুই গোষ্ঠীর মধ্যে। যার ফলে সংবাদ প্রতিদিনের প্রধান সম্পাদক সৃঞ্জয় বসুর বিরুদ্ধে মানহানির মামলা করলেন দেবাশিস দত্ত। তিনি বলেন, 'আমি আইনি নোটিস পাঠিয়ে দেব। আমি আইনজীবী নই। মাননীয় মুখ্যমন্ত্রী সুন্দরভাবে রাজ্য চালাচ্ছেন। তাঁর দলের মধ্যে বিভেদ আছে বলার কোনও কারণ নেই। আমি এর প্রতিবাদ করছি। আইনি নোটিস পাঠিয়েছি। নিজেদের স্বার্থে মোহনবাগানের গরিমা নীচে নামানো উচিত নয়।' মোহনবাগানের নির্বাচনকে কেন্দ্র করে ক্রমশ পরিস্থিতি জটিল হচ্ছে। এদিকে নির্বাচনী বোর্ড থেকে তিনজন পদত্যাগ করেছে। অসীম কুমার রায় এবং অনুপ কুমার মণ্ডল আছেন। সরে দাঁড়ান বিশ্বব্রত বসু মল্লিক, শৌভিক মিত্র এবং অভিষেক সিনহা। তাঁদের জায়গায় নির্বাচনী বোর্ডে অন্তর্ভুক্ত করা হয় অসীম কুমার মৌলিক, সুকোমল রায় এবং বিশ্বরূপ দেকে। নির্বাচনের প্রক্রিয়া নিয়ে এদিন কোনও মন্তব্য করতে চাননি দেবাশিস দত্ত। জানান, মোহনবাগানের সচিব হিসেবে এই নিয়ে কোনও মন্তব্য করতে চান না তিনি। প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দেওয়ার পর এই বিষয়ে মুখ খুলবেন।
মোদি-দিদির গ্যারান্টির পর এবার টুটু বসুর গ্যারান্টি! মোহনবাগানের ভোটের আগে কীসের কথা বললেন দেবাশিস দত্ত?
মাদ্রিদে অবশেষে অবসান মদ্রিচ যুগের, ১২ বছরের লম্বা কেরিয়ারে ইতি টানতে চলেছেন ক্রোয়েশিয়ান তারকা
'ওকে পাঁচ মিনিটে ঠিক করে দিতাম', ফের বিস্ফোরণ ঘটালেন যোগরাজ, এবার কাকে নিয়ে পড়লেন?
'মায়ান্তির ট্রাউজার কেন পরে আছো?' উথাপ্পাকে প্রশ্ন সানির, ভাইরাল ভিডিও
ছেলেদের থেকে মেয়েরা এগিয়ে, ভারতীয় ফুটবল নিয়ে বড় ভবিষ্যদ্বাণী ভাইচুংয়ের
ওয়াংখেড়েতে মুম্বইয়ের সূর্যোদয়, প্লে অফে হার্দিকরা, দিল্লি বহু দূর!
আয়োজক দেশ হলেই নিশ্চিত অংশগ্রহণ, নিয়ম বদলাচ্ছে ২০২৮ ইউরোয়
কোহলিকে টেক্সট স্টোকসের, কী ছিল সেই বার্তায়?
সন্তোষ জয়ী বাংলার বিরুদ্ধে ম্যাচ খেলে প্রস্তুতি মানোলোর ছেলেদের, কবে হবে সেই খেলা?
নাইটদের বিরুদ্ধে ম্যাচেই লাগল চোট, কপাল পুড়ল আইপিএলের গতিদানবের
আর মাত্র এক ঘণ্টা, ইস্টবেঙ্গলে সই করছেন এই তারকা ফুটবলার
এই ফুটবলারকে নিয়ে চলছে 'ডার্বি', জিততে মরিয়া মোহনবাগান, পিছিয়ে পড়ছে ইস্টবেঙ্গল
কোহলির অবসরে আবেগপ্রবণ ধর্মসেনাও, বিরাট উপহার পান ভারতের তারকার কাছ থেকে
রুতুরাজের সত্যিই চোট ছিল? প্রশ্ন তুলে দিলেন এই প্রাক্তন ক্রিকেটার
দিনে ২০০টি ছক্কা আর 'চানা', উর্ভিলের বড় শট খেলার রহস্য ফাঁস করলেন কোচ